বরাবর
উপজেলা সমাজ সেবা কর্মর্কতা ও তদমত্মকারী অফিসার।
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
জনাব
আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাইতেছে যে, বাদী আঃ আওয়াল পিতা মৃত কালা মিয়া বিবাদী কাউছার মিয়া পিতা মৃত তৈয়ব সর্ব সাং দৌলতপুর,ডাকঘর:ধরমন্ডল,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। বাদী বিগত ৩/১২/১৩ ইং তারিখে বিবাদীগনের বিরোদ্দে বি,বাড়ীয়া আদালতে মামলা করে,মামলার নং সিআর ৩৫৫/১৩। উক্ত মামলা স্থানীয় তদমেত্মর জন্য আমার হাওলা করিলে আমি উভয় পÿকে নোটিশ করিয়া ইউপি কায্যার্লয়ে এক সালিশ বৈঠক হয়। উক্ত বৈঠকে বিবাদী কাওছার মিয়া সিকার করিয়াছে যে,সে বাদীর জমি প্রতারনা পূবর্ক রেজিষ্টারী করিয়াছে। উক্ত সালিশ বৈঠকে সিদ্ধামত্ম হয় যে,বাদীর জমি বাদীর নামে ফেরৎ রেজিষ্টারী করিয়া দিতে হইবে। বিবাদী কাওছার মিয়া ও স্বীকার করিয়াছে রেজিষ্টারী করিয়া দিয়া দেবে। পরবতীতে রেজিষ্টারী করিয়া দেয় নাই।
অতএব বিনীত নিবেদন এই যে, বাদীর জমি ফেরৎ পাওয়ার সুব্যবস্থা করিতে আপনার মর্জি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS