Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ইউনিয়ন

 

 

শিক্ষা ও সংস্কৃতি লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ইউনিয়ন।ধরমন্ডল একটি বাংলাদেশের ৩য় বিহত্তম গ্রাম। এই গ্রামে মুসলিম হিন্দু সমপদায় বসবাস করে। ধরমন্ডল ইউনিয়নের তেমন কোন ইতিহাস নেই। কিন্তু মুরবিবদের কাছ থেকে জানা যায় যে, ধরমন্ডল নামকরন করা প্রায় অনেক বছর পূর্বে ধর এবং মন্ডল নামে দুই জন্য বিশিষ্ট লোক ছিল । তাদের নামের উপর বিত্তি করে ধরমন্ডল নামকরণ করা হয়। ধরমন্ডলের উত্তরে হবিগঞ্জ প্রশ্চিমে মুড়াকরি দক্ষিনে মাধবপুর পূর্বে চুনারম্নঘাট। এই গ্রামের লোক সিএজি এবং নৌকা পথ দিয়ে চলাচল করে। এই গ্রামে কোন পাকা রাস্তা নেই। সব সময় কাচা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও কৃষিক্ষেত্রে এর সুনাম জেলা ও দেশের গন্ডি অতিক্রম করে উপ-মহাদেশ ব্যাপী  বিস্তৃত হয়েছিল। অতীতের শত ঐতিহ্যমন্ডিত  বর্তমানে নানাদিক থেকে উপেক্ষিত ও অবহেলিত।