Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ধরমন্ডল ইউনিয়ন

ধরমণ্ডল ইউনিয়ন

                                          

               

                                                                            

                                                                           

                                            

                                                                                            

                                               স্থানাঙ্ক: ২৪°১৪′১৫.০″ উত্তর ৯১°১৮′৪১.৪″ পূর্ব                        উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে                                                                                                      
সাক্ষরতার হার
জনসংখ্যা
আয়তন
সরকার
Government Seal of Bangladesh.svg ১৩নং ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ
ধরমণ্ডল
ইউনিয়ন
ধরমণ্ডল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত

ধরমণ্ডল

ধরমণ্ডল

বাংলাদেশে ধরমণ্ডল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৪′১৫.০″ উত্তর ৯১°১৮′৪১.৪″ পূর্ব উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশ বাংলাদেশ
বিভাগ চট্টগ্রাম বিভাগ
জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলা নাসিরনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
 • চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী
 • মোট ১৭.২৮ বর্গকিমি (৬.৬৭ বর্গমাইল)
 • মোট ২০,৫৪৬
 • জনঘনত্ব ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
 • মোট ২৯%
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড ৩৪৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইট প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

উইকিমিডিয়া | © ওপেনস্ট্রিটম্যাপ

মানচিত্র

ধরমণ্ডল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন

ইতিহাস

ধরমণ্ডল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম গ্রাম। লোকমুখে শোনা যায়, অনেক বছর পূর্বে ধর এবং মণ্ডল নামে দুই জন্য বিশিষ্ট লোক ছিল। তাদের নামের উপর ভিত্তি করে ধরমণ্ডল নামকরণ করা হয়।[১]

আয়তন ও অবস্থান

ধরমণ্ডল ইউনিয়নের আয়তন ৪,২৭০ একর (১৭.২৮ বর্গ কিলোমিটার)।[২] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে ফান্দাউক ইউনিয়ন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নমুড়িয়াউক ইউনিয়ন; উত্তরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়ন; পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ধরমণ্ডল ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৫টি।[৩]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরমণ্ডল ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৫৪৬ জন। এর মধ্যে পুরুষ ১০,০২২ জন এবং মহিলা ১০,৫২৪ জন। মোট পরিবার ৩,৬৭৪টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৮৯ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[৩]


ক্রম নং মৌজা নং মৌজার নাম গ্রামের নাম পরিবার সংখ্যা জনসংখ্যা (২০১১)
০১ ৩৪৮ দৌলতপুর দৌলতপুর ৬৬১ ৩,৯৭৯
০২ ৩৮৮ ধরমণ্ডল গন্না ১১৬ ৬৩১
দেওরথ ১৪৫ ৭৬৪
ধরমণ্ডল ২,৬১৬ ১৪,৩৬১
০৩ ৮৮৫ সাইয়াউক সাইয়াউক ১৩৬ ৮১১

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরমণ্ডল ইউনিয়নের সাক্ষরতার হার ২৯%।[২]

শিক্ষা প্রতিষ্ঠান

  • ধরমণ্ডল উচ্চ বিদ্যালয়[৪]

যোগাযোগ ব্যবস্থা

নাসিরনগর উপজেলা সদর থেকে ধরমণ্ডল ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক এবং ফান্দাউক-বাঘাসুরা-ছাতিয়াইন সড়ক। বাস বা সিএনজি চালিত অটোরিক্সা যোগে যাতায়াত করা যায়। তবে বর্ষাকালে প্রধান যোগাযোগ মাধ্যম হয় নৌকা।[৫]

খাল ও নদী

ধরমণ্ডল ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বলভদ্রা নদী[৬]

হাট-বাজার

ধরমণ্ডল ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ধরমণ্ডল বাজার।[৭]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: বাহার উদ্দিন চৌধুরী[৮][৯]